প্রত্যেক শিশু যখন এই পৃথিবীতে আসে, সে কোনো ধর্ম সম্পর্কে জানে না; সে আল্লাহ, ঈশ্বর বা ধর্মের ভেদ বুঝে না। প্রাথমিকভাবে, প্রতিটি শিশু ধর্মের ধারণা ছাড়া বড় হয়, যা তাকে প্রাথমিকভাবে নাস্তিক করে তোলে। মুসলিম, হিন্দু, খ্রিস্টান প্রভৃতি বিভিন্ন ধর্মের অনুসারীরা জন্মগতভাবে তাদের নিজ নিজ ধর্মে আস্থা রাখে, কিন্তু একজন নাস্তিক তার নিজের বিবেক, বুদ্ধি এবং বিচার-বিশ্লেষণ করে নিজেকে নাস্তিক বলে ঘোষণা করে। নাস্তিকতা জন্মগত নয়, বরং ব্যক্তিগত বিশ্বাস ও বিবেচনার ফল। একজন নাস্তিক প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই তার বিশ্বাসের দিকে ঝুঁকে।
নাস্তিকতা কেবল একটি ব্যক্তিগত বিশ্বাস, যা একজন ব্যক্তি নিজের বুদ্ধি ও বিবেকের ভিত্তিতে নির্বাচন করে। কোনো ব্যক্তির নিজস্ব বিশ্বাসকে অসম্মান করার অধিকার অন্য কারো নেই। প্রতিটি মানুষের, তার বিশ্বাসের জন্য, সম্মান পাওয়ার অধিকার আছে। যদি কোনো ধর্মীয় গ্রুপ এটি সম্মান করতে অসমর্থ হয়, তাহলে তা সেই গ্রুপের ব্যর্থতা। যুক্তি ও তর্ক অনিবার্য, কিন্তু এজন্য পারস্পরিক শ্রদ্ধা প্রয়োজন। সত্য সবসময় সত্যই থাকে, সেটা যত দিনই লাগুক না কেন। যুক্তির জবাব যুক্তিতেই দিতে হবে, তলোয়ারের মাধ্যমে নয়। সত্য স্বীকার করার জন্য কেবল বিবেক ও যৌক্তিক বিচার প্রয়োজন। প্রত্যেকের সিদ্ধান্ত তার নিজের এবং প্রত্যেকের ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত।
আমি কেন নাস্তিক হয়েছি তার কারণ হল, আমি যাকে কখনো দেখিনি, তাকে কীভাবে বিশ্বাস করতে পারি? কেউ কেউ প্রশ্ন করে, আমি কীভাবে নিশ্চিত যে আমার মা-বাবা আমার মা-বাবা? এর সহজ উত্তর হল, বর্তমান বিজ্ঞানের যুগে ডিএনএ পরীক্ষা দ্বারা সব কিছু যাচাই করা সম্ভব।
29 Responses
তসলিমারে মহামানবী প্রমাণ করার সব মশলাই আসে আপনার লেখায়। এখন শুধু তসলিমার মুর্তি বানাইয়া পূজা করা বাকি। শুরু কইরা দেন ভাই।
তুই সব কিছুতে মুসলমানদের দোষ ধরার তালে থাকস।মানুষরে উস্কানি দিতে ওস্তাদ তোরা। এইজন্যই কোপানি খাস।
ইসলাম রক্ষার জন্য জিহাদ করা জায়েজ। তোর মত নাস্তিক,খ্রিস্টানের বাচ্চা জিহাদের কি বুঝবি?
লন্ডনে থাইকা বাল ফালাও? বালের লেখক হইসো? ওইখানে তো বাসন মাজো, দেশে আইসা কিছু কইরা দেখাও
ভাই আপনি এইসব লেখে কি আনন্দ পান। মানুষকে কষ্ট দেন কেন?
কোথায় বেগম রোকেয়া আর কোথায় তসলিমা !! কোথায় আগরতলা আর কোথায় খাটের তলা ! তসলিমা কিছু নোংরা লেখা ছাড়া আর কি করতে পেরেছে একটু বলবেন কি? লেখিকা হিসেবে একজন পাঠকও তৈরি করতে পারেনি সে।
তসলিমার সব লেখা আপনি ভালোমতো পড়েছেন বলে তো মনে হয় না। তসলিমা নাসরিনের লেখা আলোচনার চেয়ে সমালোচিতই হয়েছে বেশি।
এ জাতি আসাধারন একজন লেখিকাকে হারালো। এরকম রত্ন ধারন করার ক্ষমতাই হয়ত এদেশের নেই।
আপনিতো দেখি তসলিমা নাসরিনের নামে দুই ঢোক বেশি জল খাচ্ছেন। তা এত যে নমঃ নমঃ করছেন, কি আছে এই মহিলার লেখায় ? যৌনতা ছাড়া তেমন উল্লখযোগ্য কোনো বিষয় নিয়ে তো লিখতে দেখি না তাকে।
শয়তানের বাচ্চা তুই ইসলাম নিয়া কিছু লিখিস না, তোরে সব মানায় না
মাদারচোদ, তুই আমার ধর্মকে সব সময় ছোট করার তালে থাকস। এইটার কারন কি?
মাদারির বাচ্চা। বালের ব্লগ লেখসে। এই শালার সব ব্লগার গুলাই কুত্তার বাচ্চা এক একটা।
লেখার শিরোনাম দেখেই বুঝতে পারা যায় যে আপনি আ্সলে একজন ইসলাম বিদ্বেষি কাফের।
হাহাহা, ভালো লিখেছেন। সহমত।
আখেরি কারে কয়,কত প্রকার তুই বুঝবি। শুধু দেশে আয় একবার ।
তোর আখেরি বিদায় কিন্তু একবারই হবে। চাপ নিস না। ভালো কইরা চাপাতি ধার দিসি। টের পাবি না কিসু।
come to bd and you are a dead man.motherfucker
ধর্ম অন্যায় করে না, বরং অন্যায় থেকে বিরত থাকতে বলে। অন্যায় করে মানুষ। বিষয়টি বুঝবেন আশা করি।
বাংলাদেশে সংখ্যালঘুদের কোনো যায়গা নাই আর হবেও না। তোরা এই দেশে থাকলে থাকবি আমাদের দাসী আর বান্দীর মত। হিসাব খুবই সোজা। নাইলে ভাইগা যা। এই দেশে তোরা থাকতে পারবি না। তোর নাম শুইনা মনে হইতেসে তুই খৃষ্ঠান। তুই জানস? যে তোদের চার্চের ফাদার রা আমাদের সরল সোজা কত বাংলাদেশীকে খৃষ্ঠান বানাইয়া ফেলতেসে ইংল্যান্ড আমেরিকার অনুদানের টাকা দিয়া? এইসব সবকিছুর শোধ আমরা নিব তোদেরকে পিস পিস কইরা কাইটা
ডা: জাকির নায়েক যদি মূর্খ ও অজ্ঞ হয় তবে উপরোক্ত মতবাদকারী হচ্ছেন পায়খানা যেখান থেকে শুধূ দূর্গন্ধ বের হয়।
ওই কাফেরের বাচ্চা, মুরতাদ, তুই কি লিখস এইগুলা? তোর বাপ গির্জার ফাদার আসিলো না ,এখন কই পালাইসে ? এই দেশের মানুষরে খ্রিষ্টান বানানোর ষড়যন্ত্র করস তোরা ? তোরে পাইলে তো জবাই দিমুই আর তোর বাপরেও শেষ করমু। কসম খোদার। মনে রাখিস !
চাপাতি ধার দিতেসি। তোরে এইবার টুকরা টুকরা করমু।
হ তোঁর জন্য তো দলিল ইতিহাস আইশব বানান লাগব।সবার সব তো লেখা থাকে তাই না?সাগলের মতন কথা কস,সাগলের মত ই জবাই কইরা মারমু তরে।পাইলা লই।
তুই একতা নাস্তিকের বাচ্চা। জারজের বাচ্চা। তোর উপরত আল্লাহর গজব পড়বে। অপেক্ষা কর। দেখবি সব।
কুত্তার বাচ্চা মররনের ভয় নাই রে ? তুই মরবি খু্ভ যলদি ।
হাহাহা, এইসব সারকাজম মোল্লারা বুঝবে বলে তো মনে হয় না।
লন্ডনে বইসা বালের লেখা লিকস? দেশে আয় সাহস থাকলে
তোকে পাইলে আমি কিরিচ দিয়ে টুকরা টুকরা কুরতাম ইব্লিসের বাচ্চা।
নিজেরে মনে করস কি?আজাইরা কথা লেখস আর নিজের ঢোল নিজে বাজাস,। তোঁর কপালে শনি আসে।