জুলহাজ আর তনয়, এরা কি মানুষ না?? এই দুই এলজিবিটি অধিকার কর্মীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে ইসলামি সন্ত্রাসীরা।
প্রকাশ্য দিবালোকে নৃশংস হত্যাকাণ্ডের পরও, উভয় পক্ষ থেকে খুব কমই কোন প্রতিবাদ ছিল, এমনকি কারও চোখে এক ফোঁটা অশ্রুও দেখা যায়নি এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই এলজিবিটি অধিকার কর্মী জুলহাজ এবং তনয়কে অপরাধী হিসাবে ঘোষণা করেছিলেন।
জুলহাজ ও তনয়ের অপরাধ কি? এই দুজন যে অপরাধ করেছে তার ব্যাখ্যা ও সংজ্ঞা কী? মূর্খ স্বরাষ্ট্রমন্ত্রী কখনও হাল ছাড়েননি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জুলহাজ-তনয়ের হত্যাকাণ্ডকে অপরাধী ঘোষণা করে তাদের বিচার বন্ধ করে দেয়।
অন্যদিকে, অনলাইনে বড় বড় সেলিব্রিটিদের মানবিকতায় আমি বিরক্ত, তাদের খ্যাতি, নাম, সেলিব্রিটি, পছন্দ, জনপ্রিয়তার হার বাড়ে, কিন্তু তারা সমকামী অধিকার কর্মীদের হত্যার বিষয়ে মুখ খোলে না, আমি অপেক্ষা করতে করতে ক্লান্ত তাদের জন্য
আজ জুলহজ ও তনয় হত্যার প্রতিবাদে অনলাইনে ছিলাম, এখন অফলাইনেও এই ব্যানার নিয়ে রাজপথে দাঁড়াবো, সকল মানুষের অংশগ্রহণ একান্ত কাম্য।
মুক্ত চিন্তা স্বাধীনতা লাভ করবে।
মুক্ত চিন্তাবিদরা, আপনার অবস্থান নিন।
18 Responses
তোর নাম আর ঠিকানা দে, দেখ সিদ্দিকের মত তোর চোখও হাওয়া হয়ে যাবে।
মুসলমানদের নিয়ে ব্লগার নাস্তিকরা কেন এতো মাথা ঘামায়।
মুসলমানদের নিয়ে ব্লগাররা কেন এতো মাথা ঘামায়।
সালার ব্লগার নাস্তিকরা হঠাৎ এতো তৎপর হয়ে উঠলো কেন।
তোদের মত এইসব লোকেরা থাকে দেশের বাইরে আর কান্না করে দেশের জন্য। তোরাই হলি আসল শয়তান
এইসব লেখা লিখে কি লাভ হবে, কিছুই হয়না
নাস্তিক নাইমুল আজ কি লিখছে? তবে লেখাটা ভালোই হয়েছে।
হা হা হা… ক্যাঙ্গারুরু অংশতা ভালো ছিলো। ভালো লাগলো লেখাটা
ভাই আনে বানে দেশের বদনাম করেন। একবার দেশে আসেন দেখবেন ৫৭ ধারায় কয়টা মামলা খান।
পুলিশ বাহীনির শাস্তি চাই।
পুলিশ বাহীনির শাস্তি চাই।vo
অসাধারন একটা লেখা লিখেছেন ভাই।
কিছুই বলার নেই। দুঃখ লাগে এই দেশের জন্য
সিদ্দিকরুকে এই ভাবে দেখে আমার অনেক খারাপ লাগছে।
সিদ্দিকুর এর ঘটনা নিয়ে তোদের মতো নাস্তিকদের এতো মাথা ব্যাথা কেনোও।
সিদ্দিকুর হামলা ঘটনায় যারা জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনা হউক।
ভাই আপনার এই লেখা পড়ে আমার খুব খারাপ লেগেছে।আপনাকে অশেষ ধন্যবাদ আপনি এই লেখাটি তুলে ধরার জন্য।
এই নাস্তিক এর বাচ্চা সিদ্দিকুর এর ঘটনা নিয়ে তোরা দেশের বিরুদ্ধে কথা বলছিস কেনোও।