বাংলাদেশ সংখ্যালঘুদের দেশ নয়। এই দেশটি ধর্মীয় বা অ-ধর্মীয়, যৌন, অযৌন, বা যৌন সংখ্যালঘু কারও জন্য বাসযোগ্য নয়। ধর্মীয় এবং লিঙ্গ সংখ্যাগরিষ্ঠতার ভয় এবং সামাজিক চাপের কারণে সমকামীরা নির্বাসিত জীবনযাপন করে। যেন আমরা একটা জঘন্য জাতি।
বাংলাদেশে সমকামীর সংখ্যা কত? 2002 সালের একটি সমীক্ষা অনুসারে, বিশ্বের 100 জনের মধ্যে 1 জন সমকামী। সে অনুযায়ী বাংলাদেশে প্রায় দুই কোটি সমকামী রয়েছে। এই বিশাল জনগোষ্ঠীর কোনো প্রতিনিধিত্ব নেই। সমাজ ও রাষ্ট্র তাদের অস্তিত্ব স্বীকার করতে চায় না। যৌন সংখ্যালঘুদের সমস্যা যৌন সংখ্যালঘুদের মধ্যেই রয়েছে। তারা নিজেদের প্রকাশ করতে চায় না। সামাজিক চাপ, নিষেধাজ্ঞা, সমালোচনা, উপহাস, গালাগালি বা নির্যাতনের ভয়ে তারা বেরিয়ে আসতে চায় না। এমনকি সামনে এলে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। জুলহাজ মান্নানকে নিজ বাড়িতে খুন করলেও রাষ্ট্র পাত্তা দেয় না। আমাদের নিজেদেরকে সংগঠিত করার চেষ্টা করতে হবে, কিন্তু যে অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়েছে তাতে আমরা নিজেদেরকে বিশ্বাস করতে পারি না।
ব্রিটিশ আইন প্রকৃতির বিরুদ্ধে সমকামিতা ঘোষণা করে। বাংলাদেশে সমকামিতা অপরাধ! বাংলাদেশে সমকামিতা প্রকৃতি বিরোধী! ভারত ছাড়া উপমহাদেশের অন্য সব দেশেই সমকামিতাকে অপরাধী করা হয়েছে।
আইন বলে-
অপ্রাকৃতিক অপরাধ
যে ব্যক্তি স্বেচ্ছায় প্রকৃতির নিয়মের বিরুদ্ধে কোনো পুরুষ, মহিলা বা প্রাণীর সাথে শারীরিক মিলন করে, তাকে 2 [কারাদণ্ড] যাবজ্জীবন, অথবা দশ বছর পর্যন্ত মেয়াদের জন্য যেকোন বর্ণনার কারাদণ্ডে দণ্ডিত করা হবে, এবং এছাড়াও জরিমানা দায়বদ্ধ
কিন্তু 377 অনুচ্ছেদ “প্রকৃতির আদেশের বিরুদ্ধে” কোন ব্যাখ্যা প্রদান করে না। একই সাথে সংবিধানের 7(2) অনুচ্ছেদে বলা হয়েছে যে এই সংবিধান জনগণের ইচ্ছার নিরঙ্কুশ অভিব্যক্তি হিসাবে প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং এই সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ অন্য কোন আইন বাতিল ও বাতিল বলে গণ্য হবে। এবং নিষ্ক্রিয় অর্থাৎ সংবিধানের কোনো ধারা বা উদ্দেশ্য দেশের বিদ্যমান কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক হলে সেই আইন তার প্রভাব হারাবে, অর্থাৎ সেই আইন বাতিল বলে গণ্য হবে।
এছাড়াও, সংবিধানের 7(খ) অনুচ্ছেদ অনুযায়ী, সংবিধানের প্রস্তাবনা, প্রথম খণ্ডের সমস্ত অনুচ্ছেদ, দ্বিতীয় খণ্ডের সমস্ত অনুচ্ছেদ এবং সংবিধানের মৌলিক কাঠামো সম্পর্কিত অন্যান্য অনুচ্ছেদগুলি সংশোধন করা যাবে না। সংশোধিত, পরিবর্তিত, অন্য কোন উপায়ে প্রতিস্থাপিত। অর্থাৎ আইনের শাসন বা মৌলিক মানবাধিকার ভোগ করা থেকে কেউ কোনো আইন বা অন্য কোনো উপায়ে কোনো নাগরিককে বঞ্চিত করতে পারবে না।
এছাড়া সংবিধানের 19(1) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্র সকল নাগরিকের জন্য সুযোগের সমতা নিশ্চিত করতে বাধ্য এবং অনুচ্ছেদ 26(1) অনুযায়ী বিদ্যমান সকল আইন সংবিধানের মৌলিক অধিকারের সাথে অসঙ্গতিপূর্ণ বলে বিবেচিত হবে। অকার্যকর। একই সময়ে, 26(2) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্র সংবিধানের মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ কোনো আইন প্রণয়ন করবে না এবং এই ধরনের কোনো আইন বাতিল ও বাতিল হয়ে যাবে।
দণ্ডবিধির ৩৭৭ ধারা মানবাধিকার ও সংবিধানের পরিপন্থী। কিন্তু বাংলাদেশের প্রগতিশীলরা এ নিয়ে চিন্তিত নন, রাজনীতিবিদরা চিন্তিত নন, মানবাধিকার কর্মীরা চিন্তিত নন।
25 Responses
ইহুদির বাচ্চা শালা জারজ
একটি দেশের হয়ে গুরুত্বপূণ কথা বলছে নাস্তিক ব্লগাররা।
চমৎকার ভাবনা। লিখে যান ভাই। এখানে অনেক মূর্খরা এসে মন্তব্য করবে কিন্তু দমে যাবেন না।
নাস্তিক ব্লগারদের এই পৃথিবীতে টাই নেই।
নাস্তিক ব্লগাররা বিদেশের সাথে আমাদের এই দেশকে তুলনা করে।
নাস্তিক ব্লগারদের এই বাংলার মাটিতে টাই নেই এদেরকে যেখানে পাবো সেখানেই তাদেরকে শেষ করে দিবো।
নাস্তিক ব্লগাররা তোদের বেশি সাহস বেড়ে গেলে।।তোকে আমি ১০ দিনের ভিতরে তোকে আমি হত্যা করবো।
তোকে পাইলে আমি কিরিচ দিয়ে টুকরা টুকরা কুরতাম ইব্লিসের বাচ্চা।
তোকে ধরে জবাই করা হবে একদিন। লন্ডনে থাকস আর যেই বালেই থাকস না কেন। সেইদিন তুই ধর্মের উপযোগিতা বুঝবি
তুই যেইটা নিয়ে বুঝস না ওইটা নিয়া লেখস কেন? শালা বিদেশের মাটিতে বইসা যা মনে আসে তাই লিখবি?
মুহম্মদকে মুসলমানেরা ভালোবাসে। তাই বলে আল্লাহর প্রতি ভালোবাসা কম এটা ঠিক নয়। আপনি ভালো করে ধর্ম বুঝেন না দেখেই এসব বলছেন
নাস্তিকের বাচ্চা জারজ, ধর্ম আছে বলেই এই পৃথিবীটা আজ স্ট্যাবল। ধর্ম না থাকলে সব অশান্তিতে ভরে যেতো
ইশ…কি সখরে বাবা!!! তোদেরকে যে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ, এটাই তো বেশী
উসাকনি মুলক কথা ।বিদেশে থাইকা এইগুলা কেম্নে দেখেন আম্রাত সালা দেশে আছি এইগুলা তো দেখি না খালি ফালতু কথা
আপনি হচ্ছেন একজন কাফের। একজন কাফের হয়ে আপনি ইস্লামের ব্যাপারে লেখেন কোন সাহসে?
আল্লাহ যার উপর উপর গজব ফেলে তার কোনো ধর্ম এমনিতেই থাকেনা। জামা ছাড়া যেমন মানুষ ন্যাঙ্গটা তুই ধর্ম ছাড়াও তেমন ন্যাংটা
শুয়োরের বাচ্চা। তোকে একবার হাতের কাছে পাইলে মন ভইরা কোপাইতাম, আর তোর কাটা শরীর কুত্তারে খাওয়াইতাম।
কিন্তু ভাই লাভ কি?এদের কখনোই কিছু হবে না।কিন্তু সত্য বলার জন্য তো আপনার অসুবিধা হবে।যেখানে থাকেন সাবধানে থাকবেন
বিদেশে আছেন বইলা কইতে পারতেসেন দেশে আসার চেস্টাও কইরেন না।
মিথ্যা তথ্য দিয়ে মানুষ কে বিভ্রান্ত করবেন না।
ভাই একদম সত্য কথা বলসেন।কিন্তু আপনি এত সাহস পাইলেন কই?
তুই ও তো মনে হয় পাকি গো জারজ হইয়া জন্মাইসাস।খাঙ্কির পলা তোর জন্মের কোন থিক আছে।দুরে বইসাই খালি কথা কইতে পারবি সাহস থাকে তো সামনে আয়
একদম ফালতু একতা লেখা। আর এসব লেখা লিখতে না দিলেই বলেন আপনাদের বাক স্বাধীনতাতে আঘাত দেয়া হয়েছে। একজন রিজেনেবল মানুষকে জিজ্ঞেস করলেই বুঝতে পারা যাবে যে এই লেখাটা শুধু ইসলাম ধর্মকে আঘাত করবার জন্যই আসলে করা হয়েছে। অন্য কিছু নয়। সাম্প্রদায়িক দাঙ্গা বাধানর ধান্দা।তুই খালি দেশে আয়।তার পর দেখ তর কি হয়।
ঠিক বলসেন ভাই।খালি নামে অসাম্প্রদায়িকতা।আসলে সসাম্প্রদায়িক দেশ।
লেখাটা পড়লাম। সবার সামনে সত্যটা তুলে ধরেছেন দেখে আপনাকে সাধুবাদ জানাই। আমাদের দেশে রাজনীতিবিদেরা যে কতটা অসৎ এই লেখাটা তারই প্রমাণ