সম্প্রতি বলিউডের বিখ্যাত পরিচালক করণ জোহর বেশ সমালোচনার মুখে পড়েছেন। কারণ তিনি তার আত্মজীবনী ‘দ্য আনসুটেবল বয়’-এ লিখেছেন- টাকার জন্য তাকে দুবার যৌন দাস করা হয়েছিল। তিনি লিখেছেন- কাউকে খুশি করার জন্য নিজের ইচ্ছার বিরুদ্ধে শুধুমাত্র টাকার জন্য যৌনদাসী হওয়া খুবই কঠিন। তিনি আরও লিখেছেন যে তিনি সমকামী।
লিখেছেন – “সবাই জানে আমার যৌন অভিমুখিতা! যদিও আমি চিৎকার করতে চাই না। কারণ আমি এমন একটি দেশে বাস করি যেখানে বললে হয়তো আমাকে জেলে যেতে হবে!”
সমকামী হওয়াতে দোষের কিছু নেই। বিশ্বের 10% জনসংখ্যার মধ্যে বিদ্যমান এমন কিছু সম্পর্কে কথা বলা লজ্জাজনক। কারণ সমকামিতা বৈজ্ঞানিকভাবে স্বীকৃত এবং প্রমাণিত। সারা পৃথিবীতে অনেক জ্ঞানী প্রতিভা ছিল যারা সমকামী ছিল। নোবেল বিজয়ী লেখক জেমস জয়েস, চিত্রশিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চি, উপমহাদেশে আধুনিক শিল্পের জননী অমৃতা শেরগিলসহ বিশ্বের অনেক প্রতিভাবান মানুষই সমকামী হয়েছেন।
আপনি সমকামী নাও হতে পারেন। তবু যেটা বৈজ্ঞানিকভাবে গৃহীত তা অস্বীকার করার কে আপনি? প্রেমে পড়তে হলে, যৌনমিলন করতে হলে অবশ্যই বিপরীত লিঙ্গের হতে হবে- এই ভ্রান্ত ধারনা এই দেশ ও এই উপমহাদেশের মানুষকে কে দিল?
সমকামিতা কোন পাপ নয়। কারণ এটি প্রেম, একই লিঙ্গের মানুষের প্রতি যৌন অনুভূতি। তুমি বা আমি কে সেই ভালোবাসা চিনবো নাকি?
27 Responses
আসলে তুই ইসলামের বিরুদ্ধে লিখতে চাশ এই কারনেই এখন ধর্মে বিশ্বাস করস না বইলা ভেক ধরসস
কুত্তারবাচ্চা শুধু মুসলমান্দের চোখে পড়ে?
খাঙ্কির পোলা তুই আল্লাহকে নিয়ে গবেষনা করিস? তুই একটা অবিশ্বাসী, তুই কি ন্যাসঙ্গত ভাবে আল্লহাওকে বিশ্লেষন করবার যোগ্যতা রাখস? তুই এক পক্ষীয় একটা হারামী। ইবলিশ শয়তান
শালা মানুষকে অনেক জ্ঞান বুদ্ধি আল্লাহ দিয়ে পাঠায়নি তাই এসব ভেবে তুই কুল পাবিনা
তুইতো ধর্মে বিশ্বাস করবি না নাস্তিকের বাচ্চা। তোর দরকার চাপাতির কোপ।দেশে আয় আগে তারপর দেখবি ।তোরে পিস পিস কইরা কুত্তারে খাওয়ামু।
অনেক মন দিয়ে দু’বার পড়লাম। অনেক কিছু জানতে পারলাম ভাইয়া। অনেকেই আপনাকে কটু মন্তব্য করেছে। আপনি দমে যাবেন না।
লেখস তো শুধু ইসলামের বিরুদ্ধে, অন্য ধর্মের বিরুদ্ধে কি লিকিশ সবই দেখি। তোরে গর্দান এক কোপে ধড় থেকে ফেলে দিতে পারলে ভালো লাগতো
এই ধরনের কথা বলার জন্য গাটস লাগে। আপনার সেই গাটস আছে
ইহুদির বাচ্চা শালা জরজ
নাস্তিকের বাচ্চা তোর বিশ্বাস অবিশ্বাস বুঝামু। দেশে আইসা নে আগে।
tui shob buijha pass disos? dui pata poira shob janos? tor moron kemne hoibo eita janos? janbi deshe ashle. wait kortesi tor jonno
kuttar baccha tore paile tukra tukra korbo.
খাঙ্কির পলা মুসলমান নাম নিয়ে আসলে তুই হিন্দুর দালাল
সত্যি বলছেন ভাই আপনার এই লেখাকে আমি সমর্থন করি।
নাস্তিকরা জানোয়ার ভন্ড, শয়তান এদেরকে কেটে ফেললে কোনো কিছু হবে না।
Khanke mage tui dese ayy, tore chudmu rastay fele
জানোয়ারের বাচ্চা তোকে আমি কেটে কেটে টুকরো করে ফেলবো।তুই রোহিঙ্গাদের নিয়ে ইসলাম ধম নিয়ে খারাপ খারাপ কথা বলছিস।
তোদের দিন শেষ হয়ে য়াবে নাস্তিক এর বাচ্চা।
নাস্তিক কুলাংগার বাচ্চা তোরা তোদের এইসব অপকম বন্ধ কর।না হলে পরিস্থিতি আরো খারাপ হবে।
তদের মতো নাস্তিক এর বাচ্চারা ইসলামকে বিশ্বাস করতে পারিস না বলে আজ তোরা ইসলামকে নিয়ে নানারকম কথা বলছিস।
তোরা মুসলিম হয়ে আজ তোরা মুসলিমদের বিরুদ্ধে কথা বলছিস।কুওার বাচ্চা তোকে শেষ করে দিলে ভালো হয়।
কুওার বাচ্চা তোকে আমি শেষ করে ফেলবো।তুই মূত্যর জন্য তাকিয়ে তাক
বৌদ্ধরা রোহিঙ্গাদের উপর যে হামলা করছে তা মেনে নেওয়া যায না।
এই নাস্তিক এর বাচ্চা রোহিঙ্গাদের নিয়ে তুই কোন খেলা মেতে উটেছিস।
এই লেখার সাথে আমি একমত।
ব্লগার নাস্তিক এই মূহূতে আমি তাদেরকে সামনে পেলে কেটে কেটে জবাই করে দিতাম।এইরকম লেখা কেটে ফেলা হউক না হলে পরিস্তিতি আরো খারাে হবে
এই লেখার সাথপ আমি দ্বিমত পোষন করবে।ব্লগাররা যা লিখেছে তার সাথে আমি একমত।